Latest Published

অবহেলীত এক জীবনের গল্প ।


অবহেলার একটা লিমিট থাকা দরকার...।কেউ একজন তোমাকে দিনের পর দিন কেয়ার
করে যাচ্ছে আর তুমি সেগুলো মুচকি হেসে এড়িয়ে গিয়ে ভাবছো 'এসবই তোমার প্রাপ্য...
এরকম তো কতোজনই আছে কেয়ার করার মতো, যদি এমনটি ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবছো...।


হাজার মানুষের কেয়ারের ভিড়ে তুমি আসল মানুষের আলাদা কেয়ারটুকু টের পাচ্ছোনা। একদম না। কেউ একজন তোমার ছোট্ট একটি "লেখার আশায় ঘন্টার পর ঘন্টা মোবাইলে ডাটা অন রেখে কি পরিমান ছটফট করতে পারে তুমি সেটা দেখতে পাওনা বলে এমনটা ভাবছো...।



lova couple

মেসেজবক্সে হাজার হাজার শব্দ মিলিয়ে দু- ঘন্টা ধরে সাজানো কষ্টের ভাষা গুলো লিখে সেন্ড করার ঠিক আগ মূহুর্তে ডিলিট বাটনে চাপ দিয়ে ধরে রাখাটা যে কতটা যন্ত্রনার তুমি সেটা বোঝোনা বলে এমনটি করো...।


তোমার একটি মাত্র ফোন কলের আশায় বিছানার এপাশ-ওপাশ করে কতো যে নির্ঘুম রাত কেটে গেছে। তুমি সেটা কখনই জানতে চাওনি বলে মানুষটিকে সস্তা ভাবো...।


বিশ্বাস করো তোমার থেকে অবহেলা পাওয়া এই মানুষটা মোটেই সস্তা কোনো মানুষ নয়.., অদ্ভুত রকমের একটা ধর্য্য- শক্তি আছে এর মাঝে...।


মনে রাখবে "ধাক্কা দিয়ে ফেলে দেওয়া মানুষের অভাব নেই পৃথিবীতে...। কিন্তু পড়ে যাওয়া মানুষটিকে হাত ধরে টেনে তোলার মানুষের বড়ই অভাব..। খুব, খুব অভাব..। তাই কাউকে পেয়েও হারিয়ে যেতে দিওনা।

Comments