- Get link
- X
- Other Apps
Latest Published
- Get link
- X
- Other Apps
Kalo Shari Lyrics (কালো শাড়ী)
Vocal, Lyrics & Tune: Jisan Khan Shuvo
Label: Eagle Music
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে,
খোঁপায় যেন থাকে বনফুল।
কোন মনখারাপের রাতে
দেখা হয় যদি তার সাথে,
আমি দু'চোখ ভরে দেখবো
তার করবো না আর ভুল।
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে,
খোঁপায় যেন থাকে বনফুল।।
হাত রেখে হাতে
দু'জনে একসাথে
পাশাপাশি চলা হয়না।
তোর কাঁধেতে মাথাটা রেখে
তারাগুলো গোনা হয়না।
জানিনা সে কার
নয় সে আমার,
একি তবে ভুলের মাশুল..
কোন মনখারাপের রাতে
দেখা হয় যদি তার সাথে,
আমি দু'চোখ ভরে দেখবো
তার করবো না আর ভুল।
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে,
খোঁপায় যেন থাকে বনফুল।।
কোন সে আকাশে সে
মেঘ হয়ে ভেসে,
বৃষ্টি হয়ে ঝরে, জানিনা।
জড়িয়ে নিয়ে বুকে
সে যদি রাখে,
পূর্ণ হবে শেষ বাসনা।
জানিনা সে কার
নয় সে আমার,
একি তবে ভুলের মাশুল..
কোন মনখারাপের রাতে
দেখা হয় যদি তার সাথে,
আমি দু'চোখ ভরে দেখব
তার করবো না আর ভুল।
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে,
খোঁপায় যেন থাকে বনফুল।
ও.. কোন মনখারাপের রাতে
দেখা হয় যদি তার সাথে,
আমি দু'চোখ ভরে দেখবো
তার করবো না আর ভুল।
Comments