- Get link
- X
- Other Apps
Latest Published
- Get link
- X
- Other Apps
"MONE PORE RUBI RAY LYRICS"
Lyrics: Sachin Bhowmick
Tune & Music: R.D Burman

মনে পড়ে রুবি রায়..
মনে পড়ে রুবি রায়, কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায় ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায় ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি
মনে পড়ে রুবি রায়
রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে
বাস থেকে তুমি যবে নাবতে
একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে
সে কথা কি কোনোদিন ভাবতে
রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে
বাস থেকে তুমি যবে নাবতে
একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে
সে কথা কি কোনোদিন ভাবতে
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায় ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি
মনে পড়ে রুবি রায়
দ্বীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি
ও পাখি সে তো আসেনি তুমি ভালোবাসোনি
স্বপ্নের জাল বৃথা বুনেছি
দ্বীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি
ও পাখি সে তো আসেনি তুমি ভালোবাসোনি
স্বপ্নের জাল বৃথা বুনেছি
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায় ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায় ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি
মনে পড়ে রুবি রায়
মনে পড়ে রুবি রায়
Comments