- Get link
- X
- Other Apps
Latest Published
- Get link
- X
- Other Apps
'Otit' (অতীত) Bangla Song Lyrics
Vocal, Lyrics & Tune: Arman Alif
Label: G Series

এখন আর আড্ডায় বসে
আগুন ঘোরে না,
কে কারে ঘুম পাড়ায়
কার ঘুম হয়না।
বারেবারে বদলে যাওয়া
তাতেই নাকি সুখ,
ভয় হয় তারেও যদি ধরে রে
আমার অসুখ।
সে একদিন বলেছিল
মানুষ বদলে যায়,
তার কথা মনে করে
বদলে গেছি তাই।
আমায় ছাড়া একটা দিনও
বাঁচা নাকি দায়,
সে জানে কি ওপারেও তার এই মিথ্যের
ক্ষমা নাই।
বালিশের নিচে রাখা ফোন আর
কেঁপে ওঠে না,
সে কি ভুলে গেছে তার কন্ঠ ছাড়া
ঘুম হতো না।
তার পারফিউমের গন্ধ যেন
আমায় না ভাবায়,
আমি সস্তা সিগারেট হাতে তারে
দিয়েছি বিদায়।।
তার পুরনো খাতায়, বইয়ের পাতায়
লিখেছিল যে নাম সেগুলো,
হিজিবিজি কালির নিচে
রইলো না তার দাম।
আমার ভালোলাগার সাজে
তারে শাস্তি বরং দিস,
যে সাজ দেখে দেখে কবিতা লিখতাম।
আগের সাজে সেজে
আয় নারে বিপরীতে,
একবার যদি দাঁড়ায়
আমায় খুঁজতে পারে সে,
তখন কান্না বুঝবে কে
তার কান্না মুছবে কে?
তাই প্রয়োজন নেই
আয়নাটাতে অতীত ভাসাতে,
প্লিজ বলে দিস তারে
গান তুই বলে দিস তারে..
বালিশের নিচে রাখা ফোন আর
কেঁপে ওঠে না,
সে কি ভুলে গেছে তার কন্ঠ ছাড়া
ঘুম হতো না।
তার পারফিউমের গন্ধ যেন
আমায় না ভাবায়,
আমি সস্তা সিগারেট হাতে তারে
দিয়েছি বিদায়।।
Comments