- Get link
- X
- Other Apps
Latest Published
- Get link
- X
- Other Apps
Tui Jiboner Cheye Beshi lyrics
Singer: Baul Sukumar, Samz Vai
Label: Eagle Music
একটুখানি না দেখিলে লাগে হাঁসফাঁস
তুই আমার আশীর্বাদ, তুই সর্বনাশ
তোর মুখটায় আমার সব হাসি, সব খুশি
তুই যে আমার মনের সুখ সারা দিবানিশি
তুই যে আমার মনের সুখ সারা দিবানিশি
তুই জীবনের জীবন
তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন
তার চেয়েও বেশি
তোর অন্তরেতে একটু জায়গা
দিলেই আমি খুশি
তোরে মাথায় তুইলা নৃত্য করুম
লাগলে বারোমাসি
তোরে তাজমহল না দিলেও কিন্তু দিতে পারুম হাসি
আর রাজী না হইলে আনুম হ্যামিলিওনের বাঁশি
পরান ছাড়া কেমনে আমি করি বসবাস
তোর জন্য সারাক্ষণ মন যে উদাস
পরান ছাড়া কেমনে আমি করি বসবাস
তোর জন্য সারাক্ষণ মন যে উদাস
তোর মুখটায় আমার সব হাসি, সব খুশি
তুই যে আমার মনের সুখ সারা দিবানিশি
তুই যে আমার মনের সুখ সারা দিবানিশি
তুই জীবনের জীবন
তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন
তার চেয়েও বেশি
তুই আসমান জমিন খুঁইজা দেখিস
ভালো কইরা খবরটা নিস
আমি আইনা দিমু একটা সুখেরই আবাস
জীবনটারে দিলে যদি বাঁচতো জীবন
তবে দিতাম জীবন
তোর জীবনে বাঁচতাম দুইজন
জীবনটারে দিলে যদি বাঁচতো জীবন
তবে দিতাম জীবন
তোর জীবনে বাঁচতাম দুইজন
তোর মুখটায় আমার সব হাসি, সব খুশি
তুই যে আমার মনের সুখ সারা দিবানিশি
তুই যে আমার মনের সুখ সারা দিবানিশি
তুই জীবনের জীবন
তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন
তার চেয়েও বেশি
Comments